নন্দিত নরকে
জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। ১৯৭০ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র থাকাকালীন সময়ে তিনি এই উপন্যাস টি রচনা করেন। ১৯৭২ সালে, খান ব্রাদার্স এ্যাণ্ড কোং, ৭০ পৃষ্ঠার নন্দিত নরকে উপন্যাস টি প্রকাশ করেন।
নন্দিত নরকে হচ্ছে স্বল্প দৈর্ঘ্য উপন্যাস। এর প্রকাশ কালে বাংলা ভাষাবিদ অধ্যাপক আহমদ শরীফ স্বতঃপ্রণোদিত হয়ে নন্দিত নরকের জন্য একটি ভূমিকা লিখে দিয়েছিলেন। ১৯৯৩ সালের এপ্রিলে ‘In Blissful Hell’ শিরোনামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়।
১৯৭৫ সালে নাট্যদল, বহুবচন এর উদ্যোগে নন্দিত নরকের মঞ্চায়ন করা হয়। ২০০৬ সালে এ উপন্যাসটির উপর ভিত্তি করে, খ্যাতনামা চলচ্চিত্রকার বেলাল আহমেদের পরিচালনায় একই শিরোনামে একটি নাট্য-চলচ্চিত্র নির্মাণ করা হয়।
নন্দিত নরকে উপন্যাসের মূলভাব
হুমায়ূন আহমদ, তাঁর নন্দিত নরকে উপন্যাসে মূলত একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ কে তুলে ধরেছেন। মা-বাবা ও তাদের ৪ সন্তান রাবেয়া,খোকা, মন্টু আর রুনু জীবনের ঘটনাপ্রবাহ কে তুলে ধরা হয়েছে। যেখানে তাদের সবার বাবার স্কুল লাইফের বন্ধু মাষ্টার কাকাও থাকতো। পরিবারের প্রধান ও একমাত্র আয়ের উৎস বাবার একার আয়ে কোন মতে চলে পরিবারটি দিন যাপন করছিলো।
বাড়ির বড় মেয়ে রাবেয়া দেখতে সুন্দরী তবে সে বুদ্ধি প্রতিবন্ধী। আর বড় ছেলে পড়াশোনা শেষ করে সবেমাত্র একটি চাকরি পেয়েছে। ঠিক সেই সময়েই সামনে আসলে রাবেয়ার গর্ভবর্তী হয়ে পরার ঘটনা। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন বাড়িতেই তাকে গর্ভপাত করার চেষ্টা কয়রে। কিন্তু এই মেয়েটি এই নিদারুণ পরিণতিতে দুঃখজনক ভাবে মারা যায়। পরবর্তীতে সত্য ঘটনা সামনে আসলে জানা যায় তাদের পরিবারের সাথে থাকা, বাবার বন্ধু, মাস্টার কাকা এই জঘন্য কাজটি করেছে। তারপরেই রাগান্বিত হয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ছেলেটি ধারালো বটি দিয়ে কুপিয়ে মাষ্টারকে হত্যা করে।
নন্দিত নরকে pdf download
নন্দিত নরকে উপন্যাস টির pdf download করতে ক্লিক করুন…।
নন্দিত নরকে উপন্যাস pdf download
নন্দিত নরকে উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র টি দেখুন…।