একজন আলী কেনানের উত্থান-পতন pdf download
আহমদ ছফার লেখা একজন আলী কেনানের উত্থান-পতন উপন্যাস টি ১৯৮৮ সালে প্রকাশিত হয়।
মাজার ব্যাবসা কে কেন্দ্র করে রচিত এই উপন্যাস টি কে অনেকটা লালসালু ধাচের মনে হলেও আদতে এটি ভিন্ন শৈলী তে রচিত হয়েছে। সেখানে আলী কেনান চরিত্র টি আঞ্চলিক দখলদার থেকে মাজার ব্যাবসায়ী হয়ে উঠে। এর পেছনে বেশ কিছু রাজনৈতিক পট পরিক্রমার উপস্থিতি রয়েছে।
উপন্যাসের আলী কেনান চরিত্র টি একসময় বিপুল অর্থবিত্তের অধিকারী হয়ে উঠে। অর্থবিত্তের দিক দিয়ে তিনি নিজেকে বঙ্গবন্ধুর ন্যায় মনে করতেন এবং তুলনা দিতেন। সবমিলিয়ে লেখক ছফা এটি কে অত্যন্ত ভিন্ন আঙ্গিকে সাজিয়ে তুলেছেন।
একজন আলী কেনানের উত্থান-পতন pdf download করুন এবং এটি অনলাইনে পড়ুন