বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস আহমদ ছফা pdf download
বাংলাদেশের প্রখ্যাত লেখক আহমদ ছফার অন্যতম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। গ্রন্থটি ১৯৭২ সালে এ প্রবন্ধ গ্রন্থটি দৈনিক গণকণ্ঠ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। মুক্তধারা প্রকাশ্নী একে গ্রন্থাকারে প্রকাশ করেন।
এতে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগত কে নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন আহমদ ছফা। যাতে কতিপয় লেখক শ্রেণীর দ্বিরূপ আচরন সামনে উঠে আসে।
একই সাথে তিনি বাংলাদেশের বামপন্থী রাজনীতির ব্যার্থতার ১১ টি কারন সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
নিচের লিংক থেকে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস আহমদ ছফা pdf download করুন।
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস pdf
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস অডিওবুক