ভাঙার গান pdf
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অন্যতম বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ ভাঙার গান। যা ১৯২৪ সালের আগষ্ট মাসে প্রকাশিত হয়েছিল এবং একই বছরের নভেম্বর মাসে ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করে। ব্রিটিশ রাজ চলাকালিন সময়ের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হওঁয় নি। পরবর্তীতে এটি ১৯৪৯ সালে প্রকাশিত হয়েছিল।
কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান, কারার ঐ লৌহ-কপাট, এই কাব্যগ্রন্থের অন্তভুর্ক্ত।
ভাঙার গান কাব্যগ্রন্থের পিডিএফ ফরম্যাট টি ডাউনলড করুন।
ভাঙার গান pdf download