ছাপ্পান্নো হাজার বর্গমাইল
বাংলাদেশের জনপ্রিয় প্রথাবিরোধী লেখ হুমায়ূন আজাদের প্রথম উপন্যাস ছাপ্পান্নো হাজার বর্গমাইল। এই উপন্যাসের মধ্য দিয়েই ঔপ্নাসিক হিসেবে হুমায়ূন আজাদের যাত্রা শুরু হয়।
৮০’র দশকে বাংলাদশে সামরিক আইন জারির পটভুমিতে ছাপ্পান্নো হাজার বর্গমাইল উপন্যাস টি লেখা হয়েছিল । যা ১৯৯৩ সালে আজকের কাগজ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। পরের বছর (১৯৯৪) একুশে বই মেলায় এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
ছাপ্পান্নো হাজার বর্গমাইল pdf
ছাপ্পান্নো হাজার বর্গমাইল বইটির পিডিএফ ডাউনলোড করুন। Chappan hajar borgo mile Pdf