পাক সার জমিন সাদ বাদ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধচলাকালীন সময়ে কিছু গোষ্ঠী তখনকার পাকা-হানাদার বাহিনীর হয়ে কাজ করেছিল। তেমন একটি রাজনৈতিক দল যারা কিনা যুদ্ধের সময় পাকিস্থান সেনাবাহিনীকে সাহায্য করেছিল, তাদের উপর ভিত্তি করে পাক সার জমিন সাদ বাদ উপন্যাস টি রচনা করা হয়েছে।
পাক সার জমিন সাদ বাদ উপন্যাস আগামী প্রকাশনী কর্তৃক ২০০৪ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল। যা প্রকাশ পরবর্তী সময়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল বইটি নিষিদ্ধের দাবি তুলেছিল। যার জের ধরে ফেব্রুয়ারির ২৭ তারিখ বই মেলা থেকে ফেরার পথে লেখকের উপর হামলা হয়েছিল।
পাক সার জমিন সাদ বাদ pdf
পাক সার জমিন সাদ বাদ উপন্যাস টির পিডিএফ ডাউনলোড করুন। Pak Sar Jamin Sad Bad Pdf