গোরা উপন্যাস pdf
রব্রীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘতম উপন্যাস গোড়া। একে মহাকাব্যিক উপন্যাস ও বলা হয়ে থাকে।
এই উপন্যাস টি ১৮৮০’র দশকের কলকাতার পটভূমিতে লেখা। যা একাধারে রাজনীতি ও ধর্ম নিয়ে দার্শনিক বির্তকে সমৃদ্ধ।
যা মূলত দুই প্রেমিক জুটির সমান্তরাল গল্পের সাপেক্ষে উপস্থাপিত হয়েছে। সেখানে, উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে গোরা।
এই উপন্যাসের অবলম্বনে ১৯৩৮ সালে পরিচালক নরেশ মিত্র একই শিরোনামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। পরে ২০১৫ সালে পরিচালক শুক্লা মিত্র কর্তৃক একই নামে আরেকটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল।
গোরা উপন্যাস pdf download করুন।